‘কুমিল্লার ঘটনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রেরই অংশ’
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২১, ৯:১৮:৪২
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, শারদীয় দুর্গাপূজায় কুমিল্লার ঘটনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রেরই অংশ।
শনিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বাজারের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সংক্ষিপ্ত সভায় মন্ত্রী এ কথা বলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এ কাজে ব্যয় হচ্ছে ৪৪ লাখ ৪১ হাজার ৪৯০ টাকা।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, সরকার সারা দেশে ব্যাপক উন্নয়ন করছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী দিন-রাত কাজ করে যাচ্ছেন। কিন্তু একটি কুচক্রী মহল সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, এই ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। সরকার দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। স্বাধীনতাবিরোধীরা যতই ষড়যন্ত্র করুক, কোনো অবস্থাতেই তারা সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না।
এর আগে পরিবেশ মন্ত্রী বড়লেখার কাঁঠালতলী মামনতকী বাজারের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এতে সরকারের ব্যয় হবে ৪৬ লাখ ৪৯ হাজার ৫৯৪ টাকা।
পৃথক ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. অজিম উদ্দিন সরদার, বড়লেখা ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) একেএম হেলাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী সামসুল হক ভূঞা, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, আদালতের এপিপি গোপাল দত্ত, ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, আজির উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুক্তাদির সওদাগর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল প্রমুখ।