দেশে করোনায় আরও ৯ মৃত্যু, শনাক্ত ৫ মাসে সর্বনিম্ন
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২১, ৮:৫২:০১
দেশে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৪৬ জনে। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এদিকে করোনা সংক্রমণের নিম্নমুখী ধারার মধ্যে ৩৯৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। যা পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন বলে জানা গেছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ৩৬৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কভিড রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জনে।
সরকারি হিসাবে গত একদিনে দেশে করোনা থেকে সেরে উঠেছেন আরও ৫২৩ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট ১৫ লাখ ২৬ হাজার ৮৯১ জন সুস্থ হয়ে উঠেছেন।
গত ২৪ ঘণ্টায় যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ২৫১ জনই ঢাকা বিভাগের, যা একদিনে মোট শনাক্ত হওয়ার অর্ধেকের বেশি। আর যে নয়জন গত একদিনে মারা গেছেন, তাদের ছয়জনই ছিলেন ঢাকা বিভাগের।