২ বোনের লাশ উদ্ধারের ঘটনায় মায়ের মামলা
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২১, ১০:৫২:১১
সিলেট নগরীর আম্বরখানা মজুমদারি এলাকার নিজ বাড়ির ছাদ থেকে দুই বোনের লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মহানগরীর বিমানবন্দর থানায় অপমৃত্যুর মামলাটি করেন তাদের মা জাহানারা বেগম।
বিমানবন্দর থানার ওসি মইনুল ইসলাম জাকির জানান, লাশ উদ্ধারের শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে কী হয়েছে সার্বিক তথ্য উপস্থাপন করে বিমানবন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন তাদের মা। তবুও পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
জানা গেছে, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে বিমানবন্দর থানা পুলিশ নগরীর মজুমদারি এলাকার ৩১ নম্বর বাসার থেকে ছাদ থেকে একই পিলারের দুটি আলাদা রডে ঝুলন্ত অবস্থায় শেখ রাণী বেগম (৩৮) ও শেখ ফাতেমা বেগম (২৭) নামের দুই বোনের লাশ উদ্ধার করে।