লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ২য় অভিষেক
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:২১:০৭
স্টাফ রিপোর্টার : কল্যাণমূলক কাজের প্রত্যয়ে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ২য় অভিষেক সম্পন্ন হয়েছে। ব্রিটেনে রিপোর্টার্সদের ঐক্যতানে, বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণে, ব্রিটিশ বাঙালিদের কল্যাণে কাজ করার প্রত্যয়ে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু হওয়া ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ২য় অভিষেক হলো আনন্দঘন মনোভাবে নবীন প্রবীন সাংবাদিকদের উপস্থিতিতে।
রবিবার (১২ সেপ্টেম্বর ২০২১) দুপুরে পূর্ব লন্ডনে একটি রেস্টুরেন্টের হলরুমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ফাউন্ডিং প্রেসিডেন্ট , বাংলা মিরর পত্রিকার বিশেষ প্রতিনিধি ও সাপ্তাহিক বাংলা সংলাপের সহকারী সম্পাদক মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে এজিএম ও অভিষেক অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠান পরিচালনা করেন ব্রিটিশ বাংলা নিউজের সম্পাদক, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান।
এ সভায় ২০১৮/২০২০ সালের কার্যকরী কমিটির বার্ষিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার মিজানুর রহমান মীরু এবং সেক্রেটারি এটিএম মনিরুজ্জামান বার্ষিক সেক্রেটারি রিপোর্ট উপস্থাপন করেন।
রিপোর্টে বলা হয়, বিগত দিনে প্রায় লক্ষাধিক টাকা ব্রিটেন ও বাংলাদেশে সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। কল্যাণমূলক কাজ অব্যাহত রেখে রিপোর্টার্স ইউনিটির দ্বিতীয় অভিষেক।
পরে এ সভার সম্মতিক্রম ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ২০২১/২০২২ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি হলেন- ডেইলী স্টারের যুক্তরাজ্য প্রতিনিধি আনসার আহমদ উল্লাহ।
সাধারণ সম্পাদক হলেন বাংলা সংলাপের সিনিয়র রিপোর্টার ও জগন্নাথপুর টাইমস এর সহকারী সম্পাদক সাজিদুর রহমান।
নবনির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন – ভাইস প্রেসিডেন্ট উত্তরপূর্বের যুক্তরাজ্য প্রতিনিধি মতিয়ার চৌধুরী, ব্রিটিশ বাংলা নিউজের সম্পাদক এটিএম মনিরুজ্জামান, লন্ডন টাইমস এর সম্পাদক সৈয়দ শাহ সেলিম আহমদ।
এসিসটেন্ট সেক্রেটারি – এটিএন বাংলা ম্যানচেস্টার প্রতিনিধি আমিনুল হক ওয়েছ।
ট্রেজারার – বাংলা নিউজ ইউএস ডটকমের যুক্তরাজ্য প্রতিনিধি মুহাম্মদ সালেহ আহমদ, এসিসটেন্ট ট্রেজারার – জগন্নাথপুর টাইমস এর সিনিয়র রিপোর্টার – এসকেএম আশরাফুল হুদা, অর্গানাইজিং সেক্রেটারি – বিশ্ববাংলা নিউজ২৪ এর সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান।
মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি- স্বদেশ বিদেশ এর বিশেষ প্রতিনিধি শাহ রুমি হক, সোসিয়াল ওয়েলফেয়ার সেক্রেটারি- বালাগঞ্জ প্রতিদিন এর বিশেষ প্রতিনিধি ও মাসিক বিলেত এর ম্যানেজিং এডিটর মিজানুর রহমান মীরু।
ফাস্ট এক্সিকিউটিভ মেম্বার হলেন- বাংলা মিররের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান।
অন্যান্য এক্সিকিউটিভ মেম্বার হলেন- জে টাইমস টিভির ল এন্ড ইমিগ্রেশন রিপোর্টার ব্যারিস্টার মো: ইকবাল হোসেইন, বাংলা সংলাপের প্রকাশক আনসার মিয়া , ইউরোবিডি নিউজ ডটকমের ইউকে প্রতিনিধি সেলিনা আক্তার জোছনা, ও ডেইলী আমাদের সময়ের চীফ ইউরোপ করেসপনডেন্ট – রুমানা আফরুজ রাখি।
২য় পর্বে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ২০২১/২০২২ সালের কার্যকরী কমিটি অভিষেকে নব নির্বাচিত সভাপতি আনসার আহমদ উল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বাংলাদেশ হাই কমিশন লন্ডনের মিনিস্টার প্রেস এন্ড মিডিয়া- মিস্টার আশিকুন নবী চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – সাংবাদিক মতিয়ার চৌধুরী, দ্যা এডিটরের সম্পাদক আহাদ চৌধুরী বাবু, জে টাইমস টিভির ব্যারিস্টার ইকবাল হোসেইন, বিশ্ববাংলা নিউজের সম্পাদক মোস্তাফিজুর রহমান, ২৬ টেলিভিশনের সিইও জামাল খান, সোহেল আহমদ প্রমুখ।