ন্যানসির বিয়ের ছবি প্রকাশ্যে
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২১, ১০:০৪:২৫
জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি আবারও বিয়ে করেছেন। আগস্টের শেষ সপ্তাহে তিনি শুভকাজ সম্পন্ন করেন। পাত্র অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) এবং গীতিকবি মহসীন মেহেদী।
এদিকে বৃহস্পতিবার বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন ন্যানসি। ফেসবুকের কাভার ছবি হিসেবেও ব্যবহার করেছেন বিয়ের ছবি।
জানা যায়, করোনা পরিস্থিতির কারণে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন তারা। পরিস্থিতি স্বাভাবিক হলে আয়োজন করে বিবাহোত্তর সংবর্ধনা আয়োজনের ইচ্ছাও প্রকাশ করেন ন্যানসি।
বিয়ে প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘আমার অভিভাবক হিসেবে বড় ভাইয়ের পরামর্শে তার বাসায় অনাড়ম্বর আয়োজনে বিয়ে করলাম আমরা। বিয়েতে আমাদের দুই পরিবারের ৪ জনের সদস্য উপস্থিত ছিলেন।’
গানের সুবাদে মহসীন মেহেদীর সঙ্গে ন্যানসির পরিচয় আগে থেকেই ছিল। গত বছর মহসীনের লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এই গায়িকা। গানটি সিএমভি থেকে প্রকাশ পায়।