তাহিরপুরে সড়কের পাশে গর্তে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৩:২৩
তাহিরপুর প্রতিনিধি : সড়কের পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত গ্রামের ১৬ মাস বয়সী মুনতাসির মিয়া নামে এক শিশু মারা গেছে।
বুধবার উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম লাকমা নতুনপাড়ায় এ ঘটনাটি ঘটেছে। মুনতাসির উপজেলার লাকমা নতুনপাড়ার সোহেল মিয়ার শিশুসন্তান।
বুধবার সন্ধ্যায় নিহতের পিতা সোহেল মিয়া জানান, শিশুটির মা মর্জিনা খাতুন মুনতাসিরকে বুধবার সকালে নাস্তা খেতে দিয়ে বাড়ি পরিষ্কার করতে যান। পরে কাজ সেরে মুনতাসিরকে বসতঘরের ভেতর দেখতে না পেয়ে পাড়াপ্রতিবেশীর বাড়িতে তার সন্ধান করতে থাকেন। প্রায় ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর বাড়ির সামনে সড়কের পাশে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ভাসমান অবস্থায় মুনতাসিরের নিথর দেহ উদ্ধার করেন প্রতিবেশীরা।
বুধবার সন্ধ্যায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য জুম্মত আলী শিশু মুনতাসির নিহতের বিষয়টি নিশ্চিত করেন।