বিমানে সন্তান প্রসব আফগান নারীর
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২১, ৭:৪১:১২
তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর অনেক নারী নিরাপত্তার ভয়ে দেশ ছাড়ছে। দেশ ছাড়তে ইচ্ছুক আফগানদের জন্য বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
শনিবার তেমনই এক সামরিক ফ্লাইটে জার্মানিতে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি রামস্টেইনে অবতরণের আগ মুহূর্তে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক আফগান মা। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে মার্কিন বিমানবাহিনী।
রবিবার টুইটারে মার্কিন বিমানবাহিনীর এক কর্মকর্তা জানান, তালেবানরা আফগানিস্তান দখলের পর দ্বিতীয় পর্বে দেশ ছাড়তে চাওয়া আফগানদের মতো ওই মহিলা সি-১৭ উড়োজাহাজে চড়ে। ফ্লাইটটি মধ্যপ্রাচ্য হয়ে জার্মানিতে যুক্তরাষ্ট্রের বড় ঘাঁটিতে অবতরণ করে।
মার্কিন বিমানবাহিনী আরও জানায়, বিমান মাটি থেকে ২৮ হাজার ফুট (৮,৫২৪ মিটার) উঁচুতে থাকতে বাতাস স্বল্পতার কারণে ওই মায়ের প্রসব জটিলতা শুরু হয়।
পরে বিমানের কমান্ডার সিদ্ধান্ত নেন ভেতরে বাতাসের বৃদ্ধির এবং সকলের সহযোগিতায় ওই মায়ের জীবন রক্ষা হয়।