সিলেটে করোনায় আরও ১২ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২১, ৩:৫৩:৪৯
স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২ জন মারা গেছেন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে জানা গেছে, গত একদিনে সিলেট জেলায় ৮ জন এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারে একজন করে মারা গেছেন।
এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অপর দুই জনের মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় মৃত্যুর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৯৭২ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে এক হাজার ৩২ জনের নমুনা পরীক্ষায় ২০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৩৮ শতাংশ।
এদিন মৌলভীবাজার জেলায় করোনা শনাক্তের হার সর্বোচ্চ ২৭ দশমিক ১৭ শতাংশ। এছাড়া সিলেটে শনাক্তের হার ১৮ দশমিক ৮৩ শতাংশ, সুনামগঞ্জে ১৫ দশমিক ৯৪ শতাংশ ও হবিগঞ্জে ১৪ দশমিক ৮৮ শতাংশ।
সিলেট জেলায় ১০৬ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৭ জন রোগীর শরীরে এদিন করোনা শনাক্ত হয়েছে।
শনিবার সকাল ৮টা পর্যন্ত ওসমানী হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৫৪ রোগী জন ভর্তি ছিলেন।
এদের মধ্যে ১০ জন আইসিইউতে, ১৫৯ জন করোনার উপসর্গ নিয়ে এবং ৮৫ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুরো বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৪৭৯ জন করোনা আক্রান্ত ভর্তি ছিলেন; যার মধ্যে নগরীর বিভিন্ন হাসপাতালে ৩৮১ জন ভর্তি আছেন। সুনামগঞ্জে ৩৫ জন, হবিগঞ্জে ৩৭ জন ও মৌলভীবাজারে ২৬ জন করোনা আক্রান্ত হাসপাতালে ভর্তি আছেন।
এখন পর্যন্ত সবমিলিয়ে সিলেট বিভাগে ৫১ হাজার ৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে; যার মধ্যে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৯৯৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৪২ জন।