জিয়ার শেষকৃত্যে পরা পোশাক নিলামে তুললেন দীপিকা
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২১, ৭:৪৮:৩৭
আট বছর আগে আত্মহত্যা করেছিলেন বলিউড অভিনেত্রী জিয়া খান। ‘হাউসফুল টু’ ছবির সহকর্মীর শেষ যাত্রায় হাজির ছিলেন দীপিকা পাড়ুকোন। পরেছিলেন সাদা রঙের কুর্তি। সম্প্রতি সেই কুর্তি নিয়েই বিতর্কে তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, প্রিয়াঙ্কা চোপড়ার বাবা মারা যাওয়ার পরেও যে পোশাক পরে অভিনেত্রীকে সান্ত্বনা দিতে গিয়েছিলেন দীপিকা সেই পোশাকও নিলামে দিয়েছেন ‘পদ্মাবতী’ নায়িকা।
মাঝেমধ্যেই দীপিকা পোশাক নিলামে দেন, এ খবর সবারই জানা। এক অলাভজনক সংস্থা লিভ লাভ লাফের পাশে দাঁড়াতেই তার এই উদ্যোগ। এ কারণে আগে প্রশংসিত হয়েছেন তিনি। কিন্তু যে দুই পোশাক এবার তিনি নিলামে দিয়েছেন তার সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু স্মৃতি, বেশ কিছু মানুষের শেষ সময়ের গন্ধ মাখা আখ্যান।
দুটি কুর্তিই বিক্রি হয়ে গেছে। কিন্তু সঙ্গী হয়েছে বিতর্ক। কী করে দীপিকা বিশেষ ওই দুই কুর্তি বিক্রি করে দিতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একটা বড় অংশ।
একজনের বক্তব্য, “দীপিকা আমার প্রিয়। কিন্তু কী করে ও এমনটা করতে পারে আমার কিছুতেই মাথায় আসছে না।”
আরেকজনের বক্তব্য, “ওই দুই কুর্তি তো শুধু কুর্তি নয়। জিয়ার মৃত্যু বলিউডে কী প্রভাব ফেলেছিল তা তো সবার জানা। দীপিকার এই কাজ আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। যদি দান করতেই হতো দরকার রয়েছে এমন কোনো মানুষকে বিনা মূল্যে দিতে পারত। এটি দেখার পর আমার একটা কথাই মনে হয়েছে, দীপিকা তুমি ক্লাসলেস।”
২০১৩ সালের ৩ জুন মাত্র ২৫ বছর বয়সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলেন বলিউডের অন্যতম উজ্জ্বল নবাগতা অভিনেত্রী জিয়া খান। তার মৃত্যু নিয়ে সে সময় কম জল পানি হয়নি।