সিলেটে টাইগার যুবারা, এবার আফগান সিরিজের প্রস্তুতি
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২১, ৭:৩৯:১০
বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ মাঠে গড়ানোর কথা ছিল গত মার্চে। ভেন্যু ছিল ভারতের দেরাদুন, আয়োজক আফগানিস্তান। সিরিজটি বাতিল হয়ে যায় করোনা পরিস্থিতি ও কিছু জটিলতায়। নতুন করে শুরু হতে যাওয়া সিরিজের আয়োজক এবার বাংলাদেশ।
সিরিজটি মাঠে গড়াবে ধরেই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আকবর আলীর সতীর্থদের পাঠিয়ে দেয়া হয়েছে সিলেটে। সেখান বৃহস্পতিবার থেকে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প, চলবে ৩০ আগস্ট পর্যন্ত।
আগামী ৩১ আগস্ট বাংলাদেশে পা রাখার কথা আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। সিলেটে তিন দিনের কোয়ারেন্টাইন শেষে ৭ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ। এরপর ১৭ সেপ্টেম্বর থেকে যুব টেস্ট।
কিন্তু আফগানিস্তানের বর্তমান প্রেক্ষাপটে সিরিজটি হবেই এমন জোর গলায় বলার সুযোগ নেই। তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর রদবদল করা হয়েছে দেশটির ক্রিকেট বোর্ডে। ফারহান ইউসেফ জাইকে সরিয়ে দেয়া হয়েছে চেয়ারম্যানের পদ থেকে। পরিবর্তে আজিজুল্লাহ ফাযলিকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে।
বিসিবি অবশ্য আশাবাদী সিরিজটি হওয়ার ব্যাপারে। গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাউসার বললেন, ‘আমরা প্রস্তুতি নিচ্ছি, সিরিজটি হবে ধরেই। নতুন করে এসিবির সঙ্গে যোগাযোগ হয়নি। ৩১ আগস্ট ওদের আসার কথা, আফগানিস্তান ক্রিকেট বোর্ড এখনও ওই সূচিতেই আছে। হয়তো ওখানে পালাবদলের পর ওদের অপারেশনাল কার্যক্রম শুরু হতে একটু সময় লাগবে। ফ্লাইট নিয়ে একটু জটিলতা ছাড়া বাকিসব ঠিকঠাকই আছে।’
সিলেটে স্বাগতিকদের ক্যাম্পে আছেন ২৫ ক্রিকেটার। ২০১৯ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী টাইগার কোচ নাভিদ নওয়াজ আছেন দলের সঙ্গে।