দেশে আজও করোনায় ২৩৭ জনের মৃত্যু : শনাক্ত ১০,৪২০
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২১, ৭:৪১:৫৫
কোভিড-১৯ সংক্রমণের ৫২১তম দিনে দেশে ২৩৭ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৯৮ জন। এর আগে ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়।
এই সময়ে শনাক্ত হয়েছেন ১০ হাজার ৪২০ জন রোগী। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ৪৪ হাজার ৪৩০টি নমুনা পরীক্ষায় ১০ হাজার ৪২০ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৪৫ শতাংশ।
তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৮০ শতাংশ।
সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৬১ লাখ ৪৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২১ লাখ ৫৬ হাজার ১৪টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৮২ লাখ ৫৬ হাজার ৪৭১টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩১৩ জনসহ মোট ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যে ২৩৭ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ১৩৪ জন পুরুষ ও ১০৩ জন নারী। তাদের মধ্যে ২৩৬ জনের হাসপাতালে (সরকারিতে ১৯২ জন, বেসরকারিতে ৬২ জন) ও বাড়িতে ১০ জনের মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ২৩ হাজার ১৬১ জন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬৯ শতাংশ।
এখন পর্যন্ত সরকারি হাসপাতালে মারা গিয়েছেন ১৯ হাজার ৯৩০ জন, যার শতকরা হার ৮৬ দশমিক ০৫ শতাংশ। বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন দুই হাজার ৫২৪ জন, যার শতকরা হার ১০ দশমিক ৯০ শতাংশ। বাসায় ৬৭৮ জন মারা গিয়েছেন, যার শতকরা হার দুই দশমিক ৯৩। এছাড়াও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ২৯ জন, যার শতকরা হার দশমিক ১৩ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১৫ হাজার ৫১৮ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৬৬ দশমিক ৩২ শতাংশ এবং সাত হাজার ৮৮০ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ৩৩ দশমিক ৬৮ শতাংশ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৩৭ জনের মধ্যে শূন্য থেকে দশ বছর বয়সী একজন, একুশ থেকে ত্রিশ বয়সী দু’জন, ত্রিশোর্ধ্ব চারজন, চল্লিশোর্ধ্ব ১৪ জন, পঞ্চাশোর্ধ্ব ২৪ জন এবং ষাটোর্ধ্ব ৮৪ জন, সত্তরোর্ধ্ব ৪৫ জন, আশি উর্ধ্ব ১৫ এবং নব্বই ঊর্ধ্ব দু’জন।
আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ১০৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে আটজন, সিলেট বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ছয়জন ও ময়মনসিংহ বিভাগে ১১ জন।
করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ২০ কোটি ৪৯ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪৩ লাখ ৩১ হাজার মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৮ কোটি ৪০ লাখের বেশি।