হেলিকপ্টারে টিকা যাচ্ছে পাহাড়ে
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২১, ৮:৩৬:০৯
রাঙামাটির বিলাইছড়ি উপজলোর দুর্গম বড়থলি ইউনিয়নের বাসিন্দাদের জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারে টিকা পৌঁছে দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১০ আগস্ট) সকালে কাপ্তাই উপজেলার বিদ্যুৎ উৎপাদন এলাকার হেলিপ্যাড হতে ৬০০ ডোজ টিকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। এ সময় তিন জন স্বাস্থ্যকর্মী টিকাদান কার্যক্রম পরিচালনায় টিমের সঙ্গে যান।
বিলাইছড়ি উপজেলার দুর্গম এলাকা ৪নং বড়থলি ইউনিয়ন। উপজেলা হতে ফারুয়া ইউনিয়ন হয়ে হেঁটে বড়থলি যেতে অন্তত চার দিন লাগে।
এদিকে রুমা উপজেলার বগালেক হতে পায়ে হেঁটে যেতে লাগে দুই দিন। দুর্গম এলাকা হওয়ায় ওই সব এলাকার মানুষের জন্য টিকা পৌঁছানো মুশকিল হয়ে পড়ে। তাই বিমান বাহিনীর হেলিকপ্টারে টিকা পৌঁছে দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা জানান, ফারুয়া ইউনিয়নে গণটিকার প্রথম ডোজ দেওয়া হলেও দুর্গম এলাকা হওয়ায় বড়থলি ইউনিয়নে টিকা দেওয়া সম্ভব হয়নি। স্বাস্থ্যকর্মীরা বড়থলি পৌঁছে এই ইউনিয়নে ৬০০ জনকে টিকা দেবেন। এতে করে দুর্গম এলাকার সাধারণ মানুষও গণটিকার আওতায় চলে আসবে।
বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান জানান, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের বিশেষ উদ্যোগে গণটিকাদান কার্যক্রম সফল করতে তিন জন স্বাস্থ্যকর্মী পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ইতোপূর্বে বড়থলি ইউনিয়নের মানুষের সুবিধা-অসুবিধা সচক্ষে দেখতে এবং ইউনিয়নের প্রকল্পসমূহ সরেজমিন পরিদর্শনে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও, দুর্গম এলাকা ও নিরাপত্তাসহ বিভিন্ন কারণে সেখানে যাওয়া সম্ভব হয়নি।