ব্যক্তিগত বিমানে বার্সেলোনা থেকে প্যারিসের পথে মেসি
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২১, ৬:২৮:৫৯
বার্সেলোনা অধ্যায় শেষ হওয়ার পর নতুন ঠিকানা হিসেবে ফরাসি ক্লাব পিএসজিকেই বেছে নিচ্ছেন লিওনেল মেসি।
এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও শীর্ষ সব সংবাদমাধ্যম নিশ্চিত করেছে, দুই পক্ষই চুক্তির জন্য একমত। এমনকি বার্সেলোনা থেকে প্যারিসের উদ্দেশ্যেও রওনা হয়েছেন আর্জেন্টাইন তারকা।
মঙ্গলবার নিজের ব্যক্তিগত বিমানে বার্সেলোনা বিমানবন্দর থেকে প্যারিসের উদ্দেশ্যে যাত্রা করেছেন মেসি। আর্জেন্টাইন তারকার সঙ্গে রয়েছেন স্ত্রী ও তিন সন্তান।
বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে মেসি বার্সেলোনা ছেড়েছেন। সন্ধ্যা সাতটায় প্যারিসে নামার কথা তার। এদিনই তার স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা।
খবর অনুযায়ী, মেসির সঙ্গে দুই বছরের চুক্তি করতে যাচ্ছে পিএসজি। তবে আরো এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে।
পিএসজির সঙ্গে চুক্তি হলে আবারো নেইমারের সঙ্গে জুটি বেঁধে খেলতে দেখা যাবে মেসিকে। পাশে পাবেন আর্জেন্টিনা জাতীয় দলে তার সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়াকেও। রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, সার্জিও রামোস।
গত জুনে বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই ‘ফ্রি এজেন্ট’ ছয় বারের ব্যালন ডি’অর জয়ী তারকা। শৈশবের ক্লাবের সঙ্গেই নতুন চুক্তি হওয়ার কথা ছিল ৩৪ বছর বয়সীর। কিন্তু লা লিগার বেতন সীমা, ক্লাবের ‘আর্থিক ও কাঠামোগত বাধা’র কারণে এই সুপারস্টারকে দলে ভেড়াতে ব্যর্থ হয়েছে বার্সা। বলতে গেলে দুই পক্ষেরই ইচ্ছের বিরুদ্ধেই তাদের ১৭ বছরের সম্পর্কের ইতি ঘটেছে।
গত ৫ আগস্টই বার্সেলোনা জানিয়ে দেয়, মেসির সঙ্গে নতুন চুক্তি হচ্ছে না তাদের। আর ৮ আগস্ট বার্সেলোনায় বিদায়ী সংবাদ সম্মেলন করে বার্সা অধ্যায় শেষ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন মেসি নিজে।