মাদার তেরেসা হিসেবে পরিচিতি পেতে চাইতেন হেলেনা: র্যাব
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২১, ৮:৩৮:১২
আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে অব্যাহতিপ্রাপ্ত হেলেনা জাহাঙ্গীর ‘মাদার তেরেসা’ হিসেবে পরিচিতি পেতে চাইতেন বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার বিকেলে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।
খন্দকার আল মঈন বলেন, হেলেনা ‘মাদার তেরেসা’, ‘পল্লী মাতা’ ও ‘প্রবাসী মাতা’ হিসেবে পরিচিতি পেতে জয়যাত্রা ফাউন্ডেশনকে ঢাল হিসেবে ব্যবহার করতেন। তার পৃষ্ঠপোষকতায় কয়েকটি চক্র এমন ভুয়া খেতাব এর অপপ্রচার চালতো।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক আরও বলেন, বিভিন্ন দেশী-বিদেশি ও সংস্থা ও ব্যক্তিবর্গের কাছ থেকে জয়যাত্রা ফাউন্ডেশনের নামে অর্থ সংগ্রহ করতেন হেলেনা। কিন্তু সেসব অর্থ মানবিক সহায়তায় ব্যবহারের চেয়ে তার নিজের প্রচার-প্রচারণায় বেশি ব্যবহার করা হতো। হেলেনা বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা রেখে নিজের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতেন। তার প্রায় ১২ ক্লাবের সদস্যপদ রয়েছে।