হেলেনা জাহাঙ্গীরের বাসায় র্যাবের অভিযান চলছে
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২১, ১০:১২:১৮
আওয়ামী লীগের মহিলাবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য হিসেবে পদ হারানো হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে র্যাব। রোববার তাকে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। বৃহস্পতিবার রাতে তার বাসায় অভিযান শুরু করে র্যাব।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কেএম আজাদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাব-২ এর একটি দল গুলশান ২ এর ৩৬ নম্বর সড়কে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান শুরু করেছে।
সম্প্রতি ফেইসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম ভাইরাল হয়। এরপর তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক পদে আছেন হেলেনা জাহাঙ্গীর। জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দেন।