দক্ষিণ সুরমায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২১, ১১:০০:৫৪
সিলেটের দক্ষিণ সুরমায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রণ দেবনাথ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রণ দেবনাথ পশ্চিম দাউদপুর গ্রামের বাসিন্দা।
শনিবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের পশ্চিম দাউদপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে সিলেটের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা জানান, দুপুরে সড়কে পড়ে থাকা বৈদ্যুতিক তার তুলতে যান রণ। তারটি বিদ্যুতায়িত ছিল। ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, বিকেলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।