দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২০৪
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২১, ৬:৫৫:৪৬
কোভিড-১৯ সংক্রমণের ৪৯৭তম দিনে দেশে শেষ ২৪ ঘণ্টায় ২০৪ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৬৯ জন।
এই সময়ে আট হাজার ৪৮৯ রোগী শনাক্ত হয়েছে। এর আগে ১২ জুলাই দেশে সর্বোচ্চ শনাক্ত ছিল ১৩ হাজার ৭৬৮ জন। গত ১১ জুলাই সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ২৯ হাজার ২১৪টি নমুনা পরীক্ষায় আট হাজার ৪৮৯ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ০৬ শতাংশ।
তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ১৪ শতাংশ।
সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৫২ লাখ ৯৩ হাজার ৩২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৯ লাখ ২২ হাজার ২৫৮টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৭২ লাখ ১৫ হাজার ৫৮১টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১০ লাখ ৯২ হাজার ৪১১ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় আট হাজার ৮২০ জনসহ মোট নয় লাখ ২৩ হাজার ১৬৩ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৫১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যে ২০৪ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ১২৫ জন পুরুষ ও ৭৯ জন নারী। তাদের মধ্যে ২০২ জনের হাসপাতালে (সরকারিতে ১৬১ জন, বেসরকারিতে ৪১ জন) ও বাড়িতে দু’জনের মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ১৭ হাজার ৬৬৯। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬২ শতাংশ।
এখন পর্যন্ত সরকারি হাসপাতালে মারা গিয়েছেন ১৫ হাজার ৭৭৯ জন, যার শতকরা হার ৮৯ দশমিক ৩০ শতাংশ। বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন এক হাজার ৪৬৯ জন, যার শতকরা হার আট দশমিক ৩১ শতাংশ। বাসায় ৪০১ জন মারা গিয়েছেন, যার শতকরা হার দুই দশমিক ২৭। এছাড়াও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ২০ জন, যার শতকরা হার দশমিক ১২ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১২ হাজার ২৯১ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৬৯ দশমিক ৫৬ শতাংশ এবং পাঁচ হাজার ৩৭৮ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ৩০ দশমিক ৪৪ শতাংশ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৮৭ জনের মধ্যে এগারো থেকে বিশ বয়সী দু’জন, একুশ থেকে ত্রিশ বয়সী পাঁচজন, ত্রিশোর্ধ্ব ১২ জন, চল্লিশোর্ধ্ব ২৫ জন, পঞ্চাশোর্ধ্ব ৫৮ জন এবং ষাটোর্ধ্ব ৫১ জন, সত্তরোর্ধ্ব ৩৫ জন, আশি উর্ধ্ব ১৫ এবং নব্বই উর্ধ্ব একজন রয়েছেন। আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ৮২ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ৪৯ জন, বরিশাল বিভাগে পাঁচজন, সিলেট বিভাগে দু’জন, রংপুর বিভাগে ১০ জন ও ময়মনসিংহ বিভাগে চারজন।
করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১৯ কোটি চার লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪০ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৭ কোটি ৩৪ লাখের বেশি।