শাবিতে ১৪৯ কোটি ৮৯ লাখ টাকার বাজেট ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২১, ৬:৫৮:২৭
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থবছরের জন্য ১৪৯ কোটি ৮৯ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (১২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
জানা যায়, এই অর্থবছরের বাজেটে বিশ্ববিদ্যালয়ের বেতন ও ভাতাদি খাতে ৯২ কোটি ৬০ লাখ টাকা, পণ্য ও সেবা খাতে ৩৪ কোটি ৬০ লাখ, গবেষণা খাতে ৬ কোটি, যানবাহন খাতে ১ কোটি ৭৯ লাখ, পেনশন খাতে ৩ কোটি ৫২ লাখ, যন্ত্রপাতি ও তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে ৯ কোটি ৯৬ লাখ এবং অন্যান্য অনুদান ও মুলধন খাতে ১ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
গত ২০২০-২১ অর্থবছরে মূল বাজেট ছিল ১৫৩ কোটি ৭৪ লাখ টাকা, পরে সংশোধিত বাজেট ছিল ১৫১ কোটি ৩৩ লাখ টাকা; যা এবার কমে দাঁড়িয়েছে ১৪৯ কোটি ৮৯ লাখ টাকায়। সে হিসেবে গতবারের সংশোধিত বাজেটের তুলনায় এই অর্থবছরে বাজেট কমেছে ১ কোটি ৪৪ লাখ টাকা।
গতবছরের বাজেটে গবেষণা খাতে বরাদ্দ ছিল ৪ কোটি ২০ লাখ টাকা। এ বছর ১ কোটি ৮০ লাখ বৃদ্ধি করে ৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যানবাহন খাতে গতবছর বরাদ্দ ছিল না। এ বছর যানবাহন খাতে ১ কোটি ৭৯ লাখ বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে পণ্য ও সেবা খাতে সংশোধিত বাজেটে গতবার বরাদ্দ ছিল ৩১ কোটি ৩১ লাখ টাকা। এ বছর তা বৃদ্ধি করে ৩৪ কোটি ৬০ লাখ টাকা করা হয়েছে।
এই বাজেটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে ১৫ কোটি ২১ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক বরাদ্দ দেখানো হয়েছে ১৩৪ কোটি ৬৮ লাখ টাকা।