সরকারি অফিসের কাজ ভার্চুয়ালি করার নির্দেশনা দিয়ে চিঠি
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২১, ৩:৪৬:১৪
দেশের সকল সরকারি অফিসের দাপ্তরিক কাজসমূহ ভার্চুয়ালি সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ এমন নির্দেশনা দিয়ে সব সিনিয়র সচিব ও সচিবদের চিঠি পাঠিয়েছে।
এতে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯ এর সংক্রমণ বিস্তার রোধে আরোপিত বিধি-নিষেধ সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বর্তমান এই পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে সকল জরুরি অফিস ও সেবা কার্যক্রম চালু রয়েছে।
চিঠিতে বলা হয়, ‘সকল সরকারি অফিসের দাপ্তরিক কাজসমূহ ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
করোনা মহামারী পরিস্থিতির অবনতি হলে গত ১ জুলাই থেকে সরকারি বিধি-নিষেধে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসমূহ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বন্ধ রাখা হয়েছে গণপরিবহনসহ শপিংমল। মানুষের চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিধিনিষেধ বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মোতায়েন রয়েছে সেনা ও বিজিবি সদস্যরা।