তামাবিল সীমান্তে স্ত্রী ও শিশু কন্যাসহ নাইজেরিয়ান নাগরিক আটক
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২১, ৫:৩৯:৫১
স্টাফ রিপোর্টার : সিলেটের তামাবিল এলাকা থেকে শিশুসহ ৩ নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে গোপন তথ্যের ভিত্তিতে তামাবিল স্থলবন্দরে বাংলাদেশ ভূখণ্ডের প্রায় দেড় কিলোমিটার ভেতর থেকে গোয়েন্দা সংস্থার একটি দল তাদেরকে আটক করে।
আটককৃতরা হচ্ছে, ইমনানুল ননমেদি ওয়াগাওয়াম (৪২) তার স্ত্রী পাউল ইবুদি অকিচুকাও (২৭) ও ফেবুর অসিনাচি ওয়াগাওয়াম নামের তাদের সাড়ে ৩ বছরের কন্যা।
গোয়াইনঘাট থানার ওসি পরিমল দেব বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা সংস্থার একটি দল তামাবিল স্থলবন্দর এলাকা থেকে শিশুসহ তিনজনকে আটক করে। তাদেরকে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন। ইতোমধ্যে নাইজেরিয়ান নাগরিকদের কাছ থেকে ৩টি পাসপোর্ট, ১টি ড্রাইভিং লাইসেন্স, ১টি ইন্ডিয়ান আধার কার্ড, ১টি নাইজেরিয়ান এনআইডি কার্ড, ১৬০০ ইউএস ডলার ও ২৮০ ইন্ডিয়ান রুপি জব্দ করা হয়েছে। তারা বৈধ পথে বাংলাদেশে এসেছে কিনা এ বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এ ঘটনায় পুলিশের সাথে ইমিগ্রেশন পুলিশও কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।