হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েসকে নিজ বাসভবনে গুলি করে হত্যা করলো দুর্বৃত্তরা
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২১, ৬:৪৯:১২
নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লাউডি জোসেফ এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিবিসি।
বুধবার (৭ জুলাই) এক বিবৃতিতে এ তিনি জানান, স্থানীয় সময় দুপুর ১টায় এক দল দুর্বৃত্ত অস্ত্র হাতে বাসভবনে ঢুকে হামলা চালায়। রাষ্ট্র পরিচালনায় যা যা প্রয়োজন সেসব পদক্ষেপ নেয়া হচ্ছে।
৫৩ বছর বয়সী জোভেনেল ময়েস ২০১৭ সাল থেকে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন।