সিলেটে করোনায় একদিনে ৮ জনের প্রাণহানি
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২১, ১:৩১:৫২
স্টাফ রিপোর্টার : সিলেটে দ্রুত বাড়ছে করোনা সংক্রমণের হার। করোনার হটস্পট হয়ে দাঁড়াচ্ছে সিলেট। হাসপাতালগুলোতে চাপ বাড়ছে আক্রান্ত রোগীদের। অধিকাংশ হাসপাতালে খালি নেই আইসিইউ শয্যা। এতে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। রোগী বাঁচাতে আইসিইউর জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন স্বজনরা।
এদিকে, সোমবার ২৪ ঘণ্টায় সিলেটে করোনা আক্রান্ত হয়ে আরও ৮ জনের প্রাণহানি হয়েছে। এরমধ্যে সিলেটের ৪ জন, সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ২ জন ও মৌলভীবাজারের ১ জন রয়েছেন। সেই সাথে ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৫৩ জন। এর মধ্যে ৭৬ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১০৬ জন।
গত বছরের মার্চ থেকে এ বছরের ৫ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৪৯১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ৩৯৯ জন, সুনামগঞ্জে ৩৪ জন, হবিগঞ্জে ২১ জন ও মৌলভীবাজারের ৩৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ২৫৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৭৬, সুনামগঞ্জে ২১ জন, হবিগঞ্জে ৫৪ জন, মৌলভীবাজারে ৬১ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১ জনের করোনা শনাক্ত হয়।
নতুন এই ২৫৩ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৬৭ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮১৬ জন। এছাড়া সুনামগঞ্জে ৩ হাজার ০৭৭ জন, হবিগঞ্জে ২ হাজার ৮৯২ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ১৮২ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন।
গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০৬ জন। এরমধ্যে সিলেট জেলার ৮৫ জন, হবিগঞ্জের ৭ জন, মৌলভীবাজারে আরও ১৪ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৮৬ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৪০১ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৮৩৬ জন, হবিগঞ্জে ২ হাজার ১১৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৩২ জন সুস্থ হয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে সিলেটের ৩২ জন, সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ৪ জন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪২৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৯৬ জন। এর মধ্যে সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ৬ জন ও মৌলভীবাজারে আরও ১৫ জন।