ঢাকায় ছয় ঘণ্টায় ৩৯ মিমি বৃষ্টি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২১, ৭:৩১:৫৩
আষাঢ়ের বিশতম দিনে এসে আরেকবার ভারী বৃষ্টিপাত দেখল ঢাকা। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
রবিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
কয়েক দফার এই বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। চলমান কঠোর লকডাউনের মধ্যেও যারা একান্ত প্রয়োজনে বাইরে বের হয়েছেন, তারা পড়েন বিপাকে।
আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক বলেন, আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে আগামী ৩ দিনে সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা একটু বাড়বে।
এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ফরিদপুরে ৮৯ মিলিমিটার, ডিমলায় ৬৮ মিলিমিটার, সন্দ্বীপে ৪৮ মিলিমিটার, টেকনাফে ৪০ মিলিমিটার, রাজশাহীতে ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।