সিলেটে ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রমের প্রথম দিনে ভোগান্তিতে প্রবাসীরা
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২১, ১:৩৭:২৮
স্টাফ রিপোর্টার : সিলেটে প্রবাসীদের করোনার টিকা নিবন্ধন কার্যক্রমের প্রথম দিনে ভোগান্তির অভিযোগ এসেছে।
নিবন্ধন কর্মসূচির প্রথম দিন শুক্রবার সকাল ৯টায় সিলেট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস খোলা থাকার কথা থাকলেও তা বেলা ১১টার পর খোলা হয়েছে বলে অভিযোগ করেছেন নিবন্ধন করতে আসা প্রবাসীরা। তারা বলছেন, নিবন্ধন কার্যক্রমের গতিও ছিল শ্লথ।
গোয়াইনঘাট থেকে আসা এক প্রবাসী বলেন, ‘সকাল ৯টায় রেজিস্ট্রেশন শুরুর কথা থাকলেও ১১টা পর্যন্ত তাদের অফিস বন্ধ ছিল। অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে। সময়মত টিকা না নিলে বিদেশে যাওয়া কঠিন হয়ে পড়বে।’
সিলেট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মীর কামরুল হোসেন বলেন, ‘নেটওয়ার্কের কারণে রেজিস্ট্রেশন শুরু করতে কিছুটা দেরি হয়েছে। অফিস ঠিক সময়ে খোলা হয়েছে। বিদেশ গমনেচ্ছু অসংখ্য প্রবাসী কার্যালয়ের সামনে ভিড় করায় স্থান সঙ্কুলান হচ্ছিল না। ফলে গেট বন্ধ করে দেওয়া হয়।’
টিকার নিবন্ধন করতে বিকাশের মাধ্যমে ২০০ টাকা ফি দিতে হচ্ছে প্রবাসীদের।