ঢাকায় পৌঁছেছে মডার্নার ১২ লাখ ডোজ টিকা
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২১, ১২:৫৭:৫৫
ঢাকায় পৌঁছেছে কোভ্যাক্সের আওতায় মডার্নার ১২ লাখ ডোজ টিকা।
শুক্রবার রাত ১১টা ২২ মিনিটে মডার্নার ১২ লাখ টিকা বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
এদিকে শুক্রবার রাতেই চীনের সিনোফার্মের ১১ লাখ ডোজ ঢাকায় আসার কথা রয়েছে। আর মডার্নার বাকি ১৩ লাখ টিকা আসবে শনিবার।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি জানান, ৩ জুলাই শনিবার রাত সাড়ে ৮টার দিকে মডার্নার আরও ১৩ লাখ ডোজ টিকা পৌঁছাবে। সকাল ৫টার দিকে পৌঁছাবে সিনোফার্মের আরও ৯ লাখ ডোজ টিকা।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মডার্না ও সিনোফার্ম মিলে দেওয়া মোট ৪৫ লাখ ডোজ টিকা পাওয়ার পর ওই টিকাদান কর্মসূচি আমরা শুরু করে দিতে পারব।’