এবার অস্কার কমিটিতে বিদ্যা, একতা ও শোভা
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২১, ৯:০৩:৪৪
বলিউড অভিনেত্রী বিদ্যা বালান, চলচ্চিত্র প্রযোজক একতা কাপুর ও শোভা কাপুর যাচ্ছেন অস্কারে। এই তিন জন অস্কারের গভর্নিং বডিতে যোগ দেবেন এ বছর। গভর্নিং বডির ৩৯৫ জন নির্বাহী সদস্যের মধ্যে স্থান পাওয়ায় তিন জনই পাবেন অস্কারে ভোট দেওয়ার ক্ষমতা।
নির্বাহী সদস্য দলের মধ্যে অস্কার জয়ী ইয়ো-ঝাং উন, এমারেল্ড ফেনেল ও ফ্লোরিয়ান জিলাররাও আছেন। এ ছাড়াও এবার অন্য তারকাদের মধ্যে হেনরি গোল্ডিং, ভেনেসা কিরবি, রবার্ট প্যাটিনসনের মতো তারকাও আছেন। সম্প্রতি অস্কার অ্যাকাডেমি আনুষ্ঠানিকভাবে তাদের ‘ক্লাস ২০২১’ নতুন সদস্যদের নাম প্রকাশ করে।
গত বছর ৮১৯ জন ছিলেন নির্বাহী সদস্য। সেবার বলিউড তারকা আলিয়া ভাট, হৃত্বিক রোশন, চলচ্চিত্র নির্মাতা নিশিতা জৈন, অমিত মাধেশিয়া, ডিজাইনার নিতা লুলা ও কাস্টিং ডিরেক্টর নন্দিনী শ্রীকান্তও ছিলেন তালিকায়। সময়, পরিস্থিতির কথা চিন্তা করে এ বছর সদস্য অর্ধেক করা হয়েছে বলে অ্যাকাডেমির পক্ষ থেকে জানানো হয়।
এরও আগে অস্কারের নির্বাহী সদস্য তালিকায় ছিলেন বলিউড তারকা অমিতাভ বচ্চন, প্রিয়াংকা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ইরফান খান, আমির খান, ঐশ্বরিয়া রায়, সালমান খানসহ পরিচালক, প্রযোজক অনেকেই।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া