তাহিরপুরে করোনায় আক্রান্ত নারীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২১, ৮:২০:৩১
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সখিনা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ বড়দলের কামারকান্দি গ্রামের মোছাব্বির মিয়া স্ত্রী।
মঙ্গলবার (২৯ জুন) বিকালে উপজেলার দক্ষিণ বড়দল গ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার ২৮ জুন সকালে নিহত সখিনা বেগমকে তার পরিবারে সদস্যরা উপজেলা হাসপাতালে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ভর্তি করেন। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। পরে মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার অ্যান্টিজেন টেস্টে করোনা হলে করোনা পজিটিভ শনাক্ত হয়।
এছাড়া তার অবস্থা আশংকাজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ করোনাভাইরাস আক্রান্ত সখিনাকে উন্নত চিকিৎসার জন্য তার পরিবারকে সুনামগঞ্জ নিয়ে যাওয়ার জন্য বলা হয়। কিন্তু সখিনার পরিবার সুনামগঞ্জ না নিয়ে দুপুরে নিজেদের বাড়িতে চলে যায়। এরপর বিকাল ৩টার দিকে সখিনা বেগম মারা যায়।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত আছে। সোমবার ২৮, জুন ৪ জনের করোনার ভাইরাসের নমুনা পাঠানো হয়েছে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আবু আহমদ শাফী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।