চুনারুঘাটে দুই মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২১, ৯:৫২:৪২
চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) বিকাল ৫টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের হবিগঞ্জের একটি টিম।
চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের অন্তর্গত উবাহাটা গ্রাম এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এ সময় প্রত্যেক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
আটককৃতরা হলো, শায়েস্তাগঞ্জের দাউদনগর গ্রামের জালাল মিয়ার ছেলে মো. হেলাল মিয়া (২০), একই এলাকার উবাহাটা গ্রামের মৃত জামাল মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২৫)।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল বলেন, এই ধরনের অভিযান চলমান থাকবে।