৪ জনের কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি, প্রতীক বরাদ্দ শুক্রবার
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২১, ৯:৩৪:৩৩
সিলেট-৩ আসনের উপনির্বাচনের প্রার্থিতা প্রত্যহারের শেষ দিন ছিল আজ । তবে এ দিনে ৪ বৈধ প্রার্থীর মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি বলে জানিয়েছেন সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা মুহা. ইসরাইল হোসেন।
সিলেট-৩ আসনে উপনির্বাচনে ভোটে অংশ নিতে গত ১৫ জুন মনোনয়ন জমা দেন মোট ৬ জন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জুনায়েদ মুহাম্মদ মিয়া, ফাহমিদা হোসেন লুমা এবং শেখ জাহেদুর রহমান মাসুম।
এর মধ্যে ফাহমিদা ও মাসুম ছাড়া সবার মনোনয়নপত্র ১৭ জুন বৈধ ঘোষণা করে নির্বাচন অফিস। দাখিলকৃত মনোনয়নে ভোটারদের তথ্য যথাযথ না পাওয়ায় ফাহমিদা ও মাসুমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। পরে তারা আপিল করলেও আগের রায় বহাল রাখে নির্বাচন কমিশন।
রিটার্নিং কর্মকর্তা মুহা. ইসরাইল হোসেন বলেন, আজ (বৃহস্পতিবার) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিলো। কিন্তু কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি। তাই আগামীকাল (শুক্রবার) সকালে তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।
উল্লেখ্য,দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ নিয়ে গঠিত সিলেট-৩ আসন। যার সংসদীয় আসন নং ২৩১। চলতি বছরের ১১ মার্চ করোনায় সংক্রমিত অবস্থায় সিলেটের গুরুত্বপূর্ণ এ আসনটির সাংসদ আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। এরপর ১৫ মার্চ এটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ২৮ জুলাই মাহমুদ উস সামাদ চৌধুরীর আসনে ইভিএম পদ্ধতিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার। ভোটকেন্দ্র ১৪৯টি। ২৪ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং প্রতীক বরাদ্দ হবে ২৫ জুন।