টিকা উৎপাদনে বৈশ্বিক সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২১, ৬:৫৮:২০
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর কভিডের টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে। এ জন্য বৈশ্বিক সহায়তার প্রয়োজন।
তিনি বলেন, ‘বাংলাদেশের মতো যেসব দেশের এই টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে, তাদের তা উৎপাদনের জন্য অনুমতি প্রদান এবং উৎপাদনে সহায়তা করা উচিত।’
বুধবার রাতে ‘বেল্ট অ্যান্ড রোড কো-অপারেশন অন কমব্যাটিং দ্য প্যান্ডেমিক ফর সাসটেইনেবল রিকভারি’র ওপর এশিয়া প্যাসিফিক হাই-লেভেল কনফারেন্সে ভার্চুয়ালি বক্তব্য প্রদানকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, স্বল্পোন্নত দেশগুলো যাতে টিকা ও অন্যান্য জীবন রক্ষাকারী ওষুধ উৎপাদন করতে পারে- সে লক্ষ্যে প্রযুক্তির অর্থবহ হস্তান্তর করতে হবে।
মোমেন কোভিড-১৯ টিকাকে একটি বৈশ্বিক গণ-পণ্য হিসেবে ঘোষণা দেওয়ার আহ্বান জানান, যাতে একজন মানুষও টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে যায়।
টিকা জোট কোভ্যাক্সকে শক্তিশালী করতে ডব্লিউএইচও’র সঙ্গে উৎপাদনকারী দেশগুলো অধিকতর সুদৃঢ় ও সুপরিকল্পিত পরামর্শের প্রস্তাব দেন তিনি। পাশাপাশি, তিনি ‘পছন্দের স্বাধীনতা’ নিশ্চিত করার আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কভিড-১৯ মহামারীর বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করছে বিশ্ব। বাংলাদেশ বিশ্বাস করে কভিড-১৯ ভ্যাকসিনগুলোকে একটি বৈশ্বিক গণ-পণ্য হিসেবে ঘোষণা দেওয়া উচিত।’
তিনি বলেন, চীনের মতো দেশগুলো ভ্যাকসিন সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে- এটা অত্যন্ত আশাপ্রদ একটি ব্যাপার। ডব্লিউএইচও প্রবর্তিত কোভ্যাক্স ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
চাইনিজ স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।