শ্রীমঙ্গলে ক্ষেতে মিললো গলিত পা, বাঁশঝাড়ে হাতের অংশ
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২১, ৭:০৭:৪৮
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের কচুর ক্ষেত থেকে মানুষের এক পা আর বাঁস ঝাড়ের নিচ থেকে দুটি হাতের কাটা অংশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ পাঁচাউন গ্রামের এক কৃষকের কচুর ক্ষেত থেকে দেহের এসব অংশ বিশেষ উদ্ধার করা হয়।
দেহের অন্যান্য অংশের সন্ধানে মাঠে রয়েছে পুলিশ।
শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়ন বিট পুলিশ কর্মকর্তা এসআই কাশি চন্দ্র শর্মা জানান, উদ্ধার হওয়া হাত-পা পুরুষের না নারীর, তা এখনো বলা যাচ্ছে না। ধারণা, করা হচ্ছে কাটা অংশগুলো চার-পাঁচদিন আগের। সকালে ক্ষেতে কাজ করতে গিয়ে ওই কৃষক প্রথমে দুর্গন্ধ পান। পরে গলিত একটি কাটা পা দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে পা উদ্ধার করে চারদিকে খোঁজাখুঁজি করে।
এসময় কচু ক্ষেতের পাশে বাঁস ঝাড়ের নিচ থেকে দুটি কাটা হাত উদ্ধার করে। পাশেই পড়ে ছিল একটি প্লাস্টিকের বস্তা।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক বলেন, ‘আমরা ধারণা করছি, হাত-পাগুলো ওই বস্তায়ই ছিল। শিয়াল বস্তা থেকে টেনে বের করেছে।