শায়েস্তাগঞ্জে বিদ্যুৎ স্পর্শে বিদ্যুৎমিস্ত্রীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২১, ৯:৫৩:৪৩
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেছে আল আমিন (২৫) নামের এক যুবকের।
নিহত আল আমিন শায়েস্তাগঞ্জ পৌর এলাকার উবাহাটা গ্রামের মৃত আব্দুর নুরের ছেলে। তিনি পেশায় ইলেক্ট্রিশিয়ান ছিলেন বলে জানা গেছে।
জানা যায়, রোববার (২০ জুন) দুপুরে শায়েস্তাগঞ্জের উলুকান্দি গ্রামে বৈদ্যুতিক কাজ করতে যান আল আমিন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠান। কিন্তু পথিমধ্যেই তিনি মারা যান।