মহাকাশে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২, খরচ ২ হাজার কোটি টাকা
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২১, ৭:৫১:৫৩
সমুদ্র সম্পদ ও ফসলের সুরক্ষা, বন্যা পরিস্থিতি বিশ্লেষণ করে ব্যবস্থা এবং সীমান্ত নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান জানিয়েছেন, অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে অনেক বেশি ভূমিকা রাখবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২। এর নির্মাণ খরচ হবে ২ হাজার কোটি টাকা।
টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবা দিতে ২০১৮ সালে মহাকাশে পাঠানো হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। এটি অবস্থান করছে জিইও স্লটে। যা পৃথিবী থেকে ৩৫ হাজার ৭শ ৮৬ কিলোমিটার দূরে। এবার দেশের অর্থনীতি ও নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে পাঠানো হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২। এটি মূলত ভূমি পর্যবেক্ষণ স্যাটেলাইট। পৃথিবী থেকে এর দূরত্ব হবে ৭০০-৩ হাজার কিলোমিটার।