পরিকল্পনামন্ত্রী’র একান্ত সচিব হলেন হারুন অর রশীদ
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২১, ৩:০২:২৮
মিরর ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এম.এ.মান্নানের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের আইএমইডি শাখার উপপরিচালক মো. হারুন অর রশীদ।
বিষয়টি নিশ্চিত করেছেন- পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব, সদ্য নিয়োগপ্রাপ্ত সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির।
বিসিএস (প্রশাসন) ২৭ ব্যাচ কর্মকর্তা মো. হারুন অর রশীদ ইতোপূর্বে জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), দক্ষিণ সুনামগঞ্জ ও সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এখনো সুনামগঞ্জজুড়ে তাঁর বেশ সুনাম রয়েছে।