ভারত থেকে দেশে প্রবেশে ২ সপ্তাহের নিষেধাজ্ঞা
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২১, ৬:০৭:২৪
ভারত থেকে বাংলাদেশে প্রবেশে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তবে পণ্য চলাচল অব্যাহত থাকবে।
প্রতিবেশী দেশটিতে ব্যাপকভাবে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর রবিবার এই সিদ্ধান্ত নিল সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সরকারের সিদ্ধান্তের কথা নিশ্চিত করে বলেছেন, কেউই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। নিষেধাজ্ঞা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলেছে, আজ থেকে শুরু করে আগামী দুই সপ্তাহ ভারত থেকে কেউ দেশে প্রবেশ করতে পারবে না। এর আগে থেকেই দেশটির সঙ্গে আকাশপথে চলাচল বন্ধ হয়েছে।
ভারতে গত তিন দিনে প্রায় ১০ লাখ মানুষের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শনিবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৮৮৬ জনের। এই সময়ে এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৬২৪ জন। ভারতের রাজধানী দিল্লির হাসপাতালগুলোতে কোভিড রোগীদের অক্সিজেন সরবরাহে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে।
অন্যদিকে মার্চের শেষে এসে বাংলাদেশেও করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ে।