জগন্নাথপুরে পাঁচটি দোকান আগুনে পুড়ে ছাই
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২১, ৫:৫১:১৬
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার হাসপাতাল পয়েন্ট এলাকায় ৫টি দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) ভোর রাতে আগুনের এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাতে জগন্নাথপুর হাসপাতাল পয়েন্ট বাজারের মোদির দোকান, সেলুন, চায়ের দোকানসহ পাঁচটি দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়েছে।
ব্যবসায়ীরা জানান, দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ীরা সঙ্গে সঙ্গে জগন্নাথপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে আগুনে মোদির দোকান, চা দোকান, সেলুনসহ ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুন লেগে তাদের প্রায় ১০ থকে ১২ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। একটির সঙ্গে আরেকটি দোকান লাগোয়া থাকায় ৫টি ঘর পুড়ে গেছে। ক্ষয়-ক্ষতি ধারনা করা হচ্ছে ১০ থকে ১২ লক্ষ টাকা হতে পারে।