ধর্মপাশায় ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:০০:৩৯
সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে ধীরগতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে হাওর বাঁচাও আন্দোলনের ধর্মপাশা উপজেলা ও মধ্যনগর থানা শাখার উদ্যোগে মধ্যনগর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের উপজেলা শাখার সদস্য সচিব চয়ন কান্তি দাসের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন, থানা শাখার সদস্য সচিব গোপেশ সরকার, কৃষক নেতা পরিতোষ সরকার, আব্দুল আউয়াল, শামীম আহমেদ, সাংবাদিক সাজিদুল হকসহ আরো অনেকেই। মানববন্ধনের বক্তারা অপ্রয়োজনীয় নির্মাণ বন্ধ, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করাসহ বিভিন্ন অনিয়ম বন্ধের দাবি জানান।