সিলেটের বাজারে ‘ময়ূরপঙ্খী’
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২১, ১:৫৪:২৯
সিলেটে মাছের মেলার শেষ দিনে বাজারে উঠেছে ‘ময়ূরপঙ্খী’ নামের বিশালাকৃতির মাছ।
বুধবার (১৩ জানুয়ারী) সেটি কেটে প্রতি কেজি এক হাজার টাকা করে বিক্রি হয়। সামুদ্রিক প্রজাতির এই তিনটি মাছ উঠে নগরীর বন্দরবাজারের জালালবাজারে আয়োজিত মেলায়। গত ১১ জানুয়ারি মেলাটি শুরু হয়।
পৌষ সংক্রান্তি উপলক্ষে এ মেলার আয়োজন করেন ‘জালালবাজার মৎস্য ব্যবসায়ী সমিতি’র নেতৃবৃন্দ। মেলায় হাওর ও নদীতে স্বাভাবিকভাবে বেড়ে উঠা নানা প্রজাতির দেশি টাটকা মাছের পাশাপাশি পরিচিত-অপরিচিত নানা প্রজাতির মাছ কিনতে ক্রেতারা গত তিনদিনই ভিড় জমান।
বুধবার মেলাটি ঘুরে দেখা গেছে, মেলার আকর্ষণ ছিলো চট্টগ্রামের সামুদিক মাছ ‘ময়ূরপঙ্খী’। আব্বাস উদ্দিন নামের এক বিক্রেতা এ প্রজাতির মাত্র ৩টি মাছ আনেন।
তিনি বলেন, সিলেটে এ মাছ সচরাচার পাওয়া যায় না। ‘ময়ূরপঙ্খী’ কেটে প্রতি কেজি মাছ বিক্রি করেছি এক হাজার টাকা করে। তবে প্রথমটি কেটে একহাজার টাকা করে বিক্রি করলেও দ্বিতীয় পুরো মাছই নিয়ে গেছেন একজন ক্রেতা। মাছটি ছিলো ১৮ কেজি। ১৫ হাজার টাকায় নিয়ে গেছেন তিনি। আর প্রথম মাছের ওজন ছিলো ৪২ কেজি। সেটি কেটে ৪২ হাজার টাকা বিক্রি করেছি।
মেলা ঘুরে দেখা যায়, ‘ময়ূরপঙ্খী’ ছাড়াও ছিলো বিশাল আকৃতির বোয়াল, রুই, কাতলা, কালিয়া, বাঘ, আইড়, রূপচাঁদাসহ বিভিন্ন প্রজাতির মাছ। এছাড়াও মেলায় বিক্রেতারা সাজিয়ে রেখেছেন নদী ও হাওড় থেকে আহরণকৃত সুস্বাদু ছোট মাছ।





