ওসমানীনগরে মাইক্রোবাস চাপায় ব্যবসায়ী নিহত
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২১, ১১:৩৫:৫৯

সিলেটের ওসমানীনগরে মাইক্রোবাসের চাপায় মনোজ কুমার দেব (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার দুপুর ১টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের তালেরতল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত মনোজ উপজেলার গোয়ালাবাজার ইউপির ইলাশপুর গ্রামের মনোরঞ্জন দেব খোকার ছেলে ও তাজপুর বাজারের চাল ব্যবসায়ী।
মাইক্রোবাসের চাপায় ব্যবসায়ী নিহতের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, শনিবার দুপুর ১টার দিকে মহাসড়কের একেবারে পাশ দিয়ে তাজপুর যাচ্ছিলেন ব্যবসায়ী মনোজ। এ সময় সিলেটগামী দ্রুতগতির (ঢাকা মোট্রো-চ-১১৭২৩৬) মাইক্রোবাসটি পেছন থেকে মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী মনোজকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা গাড়ি জব্দ ও লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি।




