ফেঞ্চুগঞ্জের মহিলা ভাইস চেয়ারম্যানের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২০, ৫:২২:১৩
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন আর নেই।
শুক্রবার (২৫ ডিসেম্বর) তিনি ঢাকায় চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সেলিনা ইয়াসমিনের চাচাতো ভাই ফুজায়েল ইসলাম মুহিত জানান, সেলিনা ইয়াসমিন বেশ কিছুদিন থেকে নানা শারীরিক জটিলতায় ভূগছিলেন। শুক্রবার বেলা ১টায় তিনি চিকিৎসাধিন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমার জানাজার নামাজের সময় এখনো নির্ধারণ হয়নি। মরদেহ ফেঞ্চুগঞ্জ নিজ বাড়িতে আনার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।





