যুক্তরাষ্ট্রে বন্ধ থাকা পারিবারিক ভিসা চালুর দাবিতে সিলেটে মানববন্ধন শুক্রবার
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২০, ১১:১০:১০
যুক্তরাষ্ট্রে বন্ধ থাকা পারিবারিক ইমিগ্রেশন ভিসা চালুর দাবিতে ইউএসএ ইমিগ্র্যান্ট ভিসা পেন্ডিং কেস হোল্ডার্স কমিউনিটি ফর্ম বাংলাদেশ এর উদ্যোগে আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও র্যালির আয়োজন করা হয়েছে।
এতে সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন ইউএসএ ইমিগ্র্যান্ট ভিসা পেন্ডিং কেস হোল্ডার্স কমিউনিটি ফর্ম বাংলাদেশ’র মানববন্ধন ও র্যালি উপ-কমিটি আহবায়ক তরুন কুমার ধর।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, মানববন্ধন এবং র্যালিতে দেশের বিভিন্ন জেলা থেকে সদস্যগণ উপস্থিত থাকবেন।





