সিলেটে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২০, ৫:৪১:১৪
সিলেটের শিবগঞ্জ লামাপাড়া এলাকা থেকে র্যাব অভিযান চালিয়ে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি সাইদ আহমদকে (২২) গ্রেফতার করেছে। তিনি লামাপাড়া এলাকার মৃত জামাল আহমদের ছেলে।
র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লামাপাড়া এলাকা থেকে অপহরণ ও ধর্ষণ মামালার আসামি সাইদকে গ্রেফতার করে র্যাব। পরে দুপুরে শাহপরাণ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
র্যাব আরও জানায়, শাহপরাণ থানায় চলতি বছরের ১ নভেম্বর এক তরুণী ধর্ষণ ও অপহরণ মামলা দায়ের করেন। এই মামলার এজাহার নামীয় ২ নম্বর আসামি তিনি।





