ভোলাগঞ্জ বর্ডার হাট পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২০, ১:৩০:২৮
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বর্ডার হাটের কাজ পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জায়সওয়াল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় তিনি ভোলাগঞ্জ বর্ডার হাটের বিভিন্ন কাজ পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশের পক্ষে ছিলেন, সিলেটের এডিএম মাহফুজুর রহমান।
এর আগে ভারতীয় সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জায়সওয়াল গত ডিসেম্বরের মাঝামাঝিতে উদ্বোধনের লক্ষে বর্ডার হাটের কাজ পরিদর্শনে আসেন। ওই সময় বিভিন্ন স্থাপনা মেরামত, মাঠের কাজ ও পানির পাম্প সংযোগ দিয়ে ডিসেম্বরের প্রথম দিকে কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেন তিনি।
বোর্ডার হাট পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন, কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য, গোয়াইনঘাট সার্কেল এএসপি নজরুল ইসলাম, ভোলাগঞ্জ শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. আব্দুর রহিম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল, পশ্চিম ইসলামপুর ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, কালাসাদেক বিজিবি ক্যাম্প কমান্ডার জাহাঙ্গীর আলম, বিএসএফ প্রতিনিধি রাধা শাম, ভোলাগঞ্জ আমদানিকারক গ্রুপের সহ সভাপতি বশির আহমদ, কোষাধ্যক্ষ আব্দুস সালাম বাবুল, ব্যবসায়ী সামসুল ইসলাম, রহমত আলী প্রমুখ।