বিশ্বনাথে রাস্তা ছেড়ে দোকানের ভেতরে অটোরিকশা
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২০, ৪:৪৫:৪১
সিএনজিচালিত একটি অটোরিকশা সেতুর মুখে রেখে গাড়ি থেকে নেমে চালক ফোনে কথা বলছিলেন। হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখেন তার গাড়ি একটি দোকানের গ্লাস ভেঙে দোকানটির ভেতরে ঢুকে গেছে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ২টায় ঘটনাটি ঘটেছে সিলেটের বিশ্বনাথ থানা সংলগ্ন বাসিয়া সেতুর সম্মুখে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানের স্বত্বাধিকারী রেজাউল ইসলাম।
স্থানীয়রা জানান, সিলেট শহরের ভুইয়া পাম্প এলাকা থেকে যাত্রী নিয়ে বিশ্বনাথে আসে সিলেট-থ-১১-৭৪২৬ নম্বরের সিএনজিচালিত ওই অটোরিকশাটি। বাসিয়া সেতুর মুখে গাড়িটি দাঁড় কারিয়ে চালক সাইফুল ইসলাম (২৬) যাত্রী নামিয়ে দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি থেকে নেমে যান। চালক আসনে না থাকায় গাড়িটি সেতুর ঢালু জায়গা দিয়ে চলতে শুরু করে এবং ব্ল্যাক ডায়মন্ড নামক কাপড়ের দোকানের গ্লাস ভেঙে এর ভেতরে ঢুকে যায়। অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান পথচারি ও ব্যবসায়ীরা। উপস্থিত জনতা চালকের উপর ক্ষিপ্ত হলেও পুলিশ এগিয়ে এলে বেঁচে যান তিনি।
এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাসহ এর চালককে আটক করে থানায় নিয়ে গেছে।





