ডানা মেলল উড়ুক্ক গাড়ি
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২০, ৪:৪২:৪৯
রাস্তা ছেড়ে আকাশে উড়ছে গাড়ি, এমনটা হরহামেশাই দেখা যায় হলিউড সিনেমায়। তবে, বাস্তবে সেটি সম্ভব করতে দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন বিজ্ঞানীরা। এর মধ্যে বেশ কয়েকটি প্রচেষ্টাও দেখা গেছে।
ব্রিটিশ গণমাধ্যম মিরর জানায়, সর্বশেষ স্লোভাকিয়ার আকাশে উডুক্কু স্পোর্টস গাড়ির পরীক্ষামূলক ফ্লাইট শেষ করেছে ক্লেইন ভিশন। গাড়িতে সফলভাবে উড়েছে আবার ঠিকঠাকভাবে ভূমিতে নেমেও এসেছে।
রাস্তায় চলা এ গাড়ি তিন মিনিটের কম সময়ে উডুক্কু গাড়িতে রূপান্তরিত হতে পারে। দুই আসনের এ গাড়ির ওজন একশ কেজি। তবে প্রতি ফ্লাইটে এটি দুইশ কেজি বহন করতে সক্ষম।
একেবারে এক হাজার কিলোমিটার পর্যন্ত চলবে গাড়িটি। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার।
বোয়িংয়ের শীর্ষ কারিগরি কর্মকর্তা ড. ব্র্যাংকো সার বলেন, ‘এয়ারকারটিকে একটি উড়োজাহাজে রূপান্তরের ক্ষেত্রে এর ডানা এবং লেজের অংশের উন্নয়ন অত্যন্ত আকর্ষণীয়।’
তিনি বলেন, ‘ককপিটে চালক বা পাইলট এবং একজন যাত্রী বসার যথেষ্ট জায়গা রয়েছে। রাস্তায় এবং আকাশে এয়ারকারটির নকশা দারুণ।’
গাড়িটির নকশা করেছে ক্লেইন ভিশন। কোম্পানিটির কর্ণধার ও পাইলট অ্যান্টন জাজাক বলেন, ‘এয়ারপোর্টের যাত্রা ও নিরাপত্তা কেন্দ্রিক ঝামেলা এড়িয়ে এ গাড়ি করে আপনি সহজে গন্তব্যে পৌঁছতে পারবেন।’
তিনি বলেন, ‘গলফ কোর্স, অফিস বা হোটেলে নিয়ে যেতে পারবেন এটিকে। সাধারণ পার্কিংয়ের জায়গাতেই এ গাড়ি পার্ক করতে পারবেন।’
তবে, এ উড়ুক্কু গাড়ির দাম কতো হতে পারে বা এটি কখন বাজারে আসবে সে ব্যাপারি কিছুই জানায়নি ক্লেইন ভিশন। তবে, ইতিমধ্যে একজন ক্রেতা পাওয়া গেছে বলে দাবি করেছে কোম্পানিটি।