বেকহ্যাম পরিবারের ওপর প্রামাণ্যচিত্র, বাজেট ১৭৫ কোটি টাকা
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২০, ৪:৩৬:০৭
সাবেক ব্রিটিশ ফুটবল খেলোয়াড় ডেভিড বেকহ্যাম, ডিজাইনার ও সাবেক স্পাইস গার্ল ভিক্টোরিয়া বেকহ্যাম এবং তাদের পরিবার হতে যাচ্ছে প্রামাণ্যচিত্রের বিষয়বস্তু। চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের জন্য।
ভ্যারাইটি ডটকম জানায়, ২ কোটি ৬ লাখ ডলারের বেশি বাজেটে এই ছবি নির্মিত হচ্ছে। যা বাংলাদেশি মুদ্রায় ১৭৫ কোটি টাকার বেশি।
ডেভিড বেকহ্যামের ক্যারিয়ারের শীর্ষ মুহূর্তে পৌঁছার ঘটনা তুলে ধরা হবে চলচ্চিত্রে। যেখানে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ফুটেজ ব্যবহার করা হবে। উঠে আসবে পারিবারিক উদ্যাপনের নানান মুহূর্ত। বন্ধু, পরিবার ও সহকর্মীদের কাছ থেকে পাওয়া ডকুমেন্টও চলচ্চিত্রে ব্যবহার হবে।
প্রামাণ্যচিত্রটির সহ-প্রযোজনায় থাকছে ডেভিড বেকহ্যামের প্রতিষ্ঠান স্টুডিও নাইনটি নাইন।
এটা নিশ্চিত যে, ছবির আকর্ষণীয় অংশের মধ্যে থাকবে আইকনিক গার্ল গ্রুপ স্পাইস গার্লসের অন্যতম প্রতিষ্ঠাতা ভিক্টোরিয়া অ্যাডামসের সঙ্গে পরিচয় ও সম্পর্ক। যিনি পশ স্পাইস হিসেবে পরিচিত ছিলেন ওই সময়।
আর্কাইভ ফুটেজের মধ্যে থাকছে জন্মদিন, বড়দিন ও বিশেষ বিশেষ উপলক্ষের পুরোনো ভিডিও। থাকছে বেকহ্যাম দম্পতির প্রথম দিকের ডেটের প্রমাণও।
ডেভিড বেকহ্যাম সর্বকালের জনপ্রিয় ফুটবল তারকাদের অন্যতম। বর্তমানে যুক্তরাষ্ট্রের ফুটবল ক্লাব ইন্টার মিয়ামি সিএফের প্রেসিডেন্ট ও অন্যতম কর্ণধার। যুক্তরাজ্যের সলফোর্ড সিটি সকার ক্লাবের মালিকানায়ও তার হিস্যা রয়েছে। তিনি ম্যানচেস্টার ইউনাইটেড, প্রেসটন নর্থ এন্ড, রিয়াল মাদ্রিদ, মিলান, এলএ গ্যালাক্সি, প্যারিস সেইন্ট-জারমাইন ও ইংল্যান্ডের জাতীয় দল-সহ অনেক দলের হয়ে খেলেছেন তিনি। ২০ বছরের ক্যারিয়ারে জিতেছেন ১৯টি বড় ট্রফি।
অন্যদিকে ‘স্পাইস গার্লস’ সর্বকালের অন্যতম ব্যবসাসফল গার্ল গ্রুপ। তাদের সাড়ে ৮ কোটির বেশি রেকর্ড বিক্রি হয়েছে। দল ছাড়ার পর ভিক্টোরিয়া একক ক্যারিয়ার শুরু করেন। কিন্তু ফ্যাশন ওয়ার্ল্ডের সঙ্গে বেশি জড়িয়েছে তার নাম।
ভিক্টোরিয়া এর আগে বেশ কিছু প্রামাণ্যচিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে আছে ভিক্টোরিয়াস সিক্রেটস, বিয়িং ভিক্টোরিয়া বেকহ্যাম, দ্য রিয়েল বেকহ্যামস, ভিক্টোরিয়া বেকহ্যাম- আ মাইল ইন দেয়ার সুজ এবং ভিক্টোরিয়া বেকহ্যাম: কামিং টু আমেরিকা।