হেলিকপ্টারে ঢাকায় আনা হলো করোনা আক্রান্ত এমপি জাহিরকে
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২০, ৪:৩৪:১৫
করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহিরকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়।
পরে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।
এমপির ব্যক্তিগত সহকারী সুদীপ দাস জানান, দুই দিন আগে এমপি আবু জহিরের করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি বাড়িতে আইসোলেশনে ছিলেন। পরে প্রধানমন্ত্রীর তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর মঙ্গলবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩৮ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১ হাজার ৫৮৫ জনে।