দোয়ারাবাজারে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ: বিল্লালের দুই দিনের রিমান্ড
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২০, ৪:৪২:০৩
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১৪ বছরের কিশোরী দলবদ্ধ ধর্ষণের ঘটনায় বিল্লাল হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে আসামিকে আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট শ্যাম কান্ত সিনহা রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে বুধবার দুপুরে ধর্ষণের শিকার ওই কিশোরীর মা বাদী হয়ে হোসাইন, রিয়াজউদ্দিন, বিল্লাল হোসেন, আসকির ও আয়ূব আলী নামের ৫জনকে আসামি করে দোয়ারাবাজার থানায় মামলাটি দায়ের করেন।
এই ঘটনায় এরই মধ্যে বিল্লাল নামের একজনকে আটক করেছে পুলিশ। মামলার আরো ৪ আসামি এখনো পলাতক রয়েছে।
উল্লেখ্য, দোয়ারাবাজার উপজেলার ১৪ বছরের কিশোরী গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় প্রকৃতির ডাকে ঘরের বাইরে বেরুলে ৩ বখাটে পাশের ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। রাতেই অভিভাবকদের বিষয়টি জানায়। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তাদের আত্মীয়-স্বজন কিশোরীর অভিভাবকদের মামলা করতে দেয়নি।
আপোসে মীমাংসা করার জন্য নানাভাবে চেষ্টা করতে থাকে। মেয়েটি আরও বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশপাশের মানুষসহ গ্রামবাসী এবং পুলিশও ঘটনা জানতে পারে।