সিলেটে ‘পুলিশ ফাঁড়িতে’ যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীর মামলা
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২০, ৩:৩২:৫১
সিলেটের কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে রায়হান উদ্দিন আহমদের (৩৪) মৃত্যুর ঘটনায় রবিবার রাত আড়াইটার দিকে তার স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে মামলা করেছেন। তবে মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, কে বা কারা রায়হানকে পুলিশ ফাঁড়িতে নিয়ে হত্যা করেছেন।
কোতোয়ালি থানার ওসি দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) সৌমেন মিত্র মামলা দায়েরের খবরের সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, রাতে লিখিত এজাহার দাখিল করা হলে সকালে সেটি মামলা হিসেবে নথিভুক্ত হয়।
রায়হানের পরিবার জানায়, নগরীর নিহারীপাড়ার বাসিন্দা রায়হান রিকাবিবাজার এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন। গত শনিবার রাতে বাসায় না ফেরায় তাকে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার রবিবার জানিয়েছেন, সকালে কাস্টঘর এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে রায়হানকে স্থানীয়রা আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জ্যোতির্ময় সরকার জানান, নিহত রায়হানের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
তবে রায়হানের পরিবার জানান, তারা খোঁজ নিয়ে জানতে পারে, কাস্টঘর এলাকায় কোনো ছিনতাই বা গণপিটুনির ঘটনা ঘটেনি। তখন পরিবারের পক্ষ থেকে পুলিশ হেফাজতে নির্যাতনে রায়হানের মৃত্যুর অভিযোগ তোলা হয়।





