করোনা পরীক্ষায় জটিলতা: সিলেটের ৩৯ জনের বিদেশযাত্রা অনিশ্চিত
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২০, ১:৩১:০৪
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনাভাইরাস পরীক্ষার ফল ‘অনিশ্চিত’ আসায় বিপাকে পরেছেন ৩৯ জন বিদেশযাত্রী।
সিলেটের সিভিল সার্জন এজন্য নমুনা পরীক্ষার পিসিআর মেশিনেই সমস্যা হচ্ছে বলে দাবি করলেও, মেডিকেল কলেজ অধ্যক্ষ বলছেন, সমস্যা নমুনা সংগ্রহেও হতে পারে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এরকম ফল গত তিনদিন ধরে আসছে। গত পরশু ছয়টি, গতকাল ১৩টি এবং আজ ৩৯টি নমুনার ফল ‘অনিশ্চিত’ আসে।
সিলেটের বালুচরের যুক্তরাজ্য প্রবাসী আকমাম ইসলাম চৌধুরী জানান, ঢাকা থেকে বৃহস্পতিবার ভোরে তার ফ্লাইট, কিন্তু আজ তার করোনা পরীক্ষার ফল অনিশ্চিত এসেছে। করণীয় জানতে সিভিল সার্জন কার্যালয় এবং ওসমানী মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ নিশ্চিত করে কিছু জানাতে পারছে না বলে জানান তিনি।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, আমাদের স্বাস্থ্যকর্মীরা আট মাস ধরে নমুনা সংগ্রহ করছেন। কখনো ভুল হয়নি। গত তিনদিনে ওসমানী মেডিকেলের ল্যাব থেকে এরকম রিপোর্ট আসা ক্রমান্বয়ে বাড়ছে, তাই সেখানেই সমস্যা হয়ে থাকতে পারে।
তিনি আরও বলেন, আজ দিনে মেডিকেল কলেজের একজন অধ্যক্ষ আমাদের নমুনা সংগ্রহ পর্যবেক্ষণ করেছেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি অবগত করেছি।
সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক বলেন, আমাদের ল্যাবে এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি নমুনা পরীক্ষা হয়েছে, তবে এরকম সমস্যা আর হয়নি। সমস্যা নমুনা সংগ্রহেও হতে পারে, যন্ত্রেরও হতে পারে। আমরা ইতোমধ্যে ল্যাব সংশ্লিষ্টদের সমস্যা বের করতে নির্দেশ দিয়েছি।
এ বিষয়ে সিলেট জেলা প্রশাসক ও করোনাভাইরাস প্রতিরোধে গঠিত জেলা কমিটির সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরেছি। সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা হয়েছে। বিদেশগামীদের নতুন করে পরীক্ষা করতে হতে পারে। দ্রুতই আমরা একটি সমাধান বের করব।